image
নানা গুণে সমৃদ্ধ তুলসী | Hinduwap.com |
672 days ago
তুলসী শব্দের অর্থ যার তুলনা নেই। তুলসী সবুজ
রঙের গুল্মজাতীয় একটি উপকারী উদ্ভিদ। তুলসীর
ব্যবহারে শারীরিক ও মানসিক স্বাস্থ্যে নানা
উপকারী পরিবর্তন লক্ষ্য করা যায়।
শ্বাস-প্রশ্বাসের সমস্যা
ঠান্ডা লাগলে তুলসী পাতার ব্যবহার খুব ভালো
কাজ করে। গলার বিভিন্ন সমস্যার সমাধানে
তুলসী পাতা ব্যবহৃত হয়।
হার্টের অসুখ
তুলসী পাতায় আছে ভিটামিন সি ও
অ্যান্টিঅক্সিডেন্ট। এই উপাদানগুলো হার্টকে
বিভিন্ন সমস্যা থেকে মুক্ত রাখতে সহায়তা করে।
তুলসী পাতা হার্টের কর্মক্ষমতাও বাড়ায়।
মানসিক চাপ
তুলসীর ভিটামিন সি ও অন্যান্য
অ্যান্টিঅক্সিডেন্ট মানসিক চাপ কমাতে সহায়তা
করে। এই উপাদানগুলো নার্ভকে শান্ত করে।
এছাড়াও তুলসী পাতার রস শরীরের রক্তচাপ
নিয়ন্ত্রণে রাখে।
মাথা ব্যথা
মাথা ব্যথা ও শরীর ব্যথা কমাতে তুলসী খুবই
উপকারী। এর বিশেষ উপাদান মাংশপেশীর খিচুনী
রোধে সহায়তা করে।
বয়স রোধ করা
ভিটামিন সি, ফাইটোনিউট্রিয়েন্টস ও
এসেন্সিয়াল অয়েলগুলো অ্যান্টিঅক্সিডেন্টের কাজ
করে যা বয়সজনিত সমস্যাগুলো কমায়। তুলসী
পাতাকে চির যৌবন ধরে রাখার টনিকও বলে
থাকেন কেউ কেউ।
রোগ নিরাময় ক্ষমতা
তুলসী গাছ ঔষধি গুণাবলী সমৃদ্ধ গাছ। তুলসীকে
নার্ভের টনিক বলা হয় এবং এটা স্মরণশক্তি
বাড়ানোর জন্য বেশ উপকারী। এটি শ্বাসনালী
থেকে শ্লেষ্মাঘটিত সমস্যা দূর করে।তুলসী পাতা
পাকস্থলীর ও কিডনীর জন্য অত্যন্ত উপকারী।
পোকার কামড়
তুলসী পাতা হলো প্রোফাইল্যাক্টিভ যা পোকামাকড়
কামড় দিলে উপশম করতে সক্ষম। পোকার কামড়ে
আক্রান্ত স্থানে তুলসী পাতার তাজা রস লাগিয়ে
রাখলে পোকার কামড়ের ব্যথা ও জ্বালা থেকে
কিছুটা মুক্তি পাওয়া যায়।
ত্বকের সমস্যা
তুলসী পাতার রস ত্বকের জন্য খুবই উপকারী। তুলসী
পাতা বেটে সারা মুখে লাগিয়ে রাখলে ত্বক সুন্দর
ও মসৃণ হয়। এছাড়াও তিল তেলের মধ্যে তুলসী
পাতা ফেলে হালকা গরম করে ত্বকে লাগালে
ত্বকের যে কোনো সমস্যায় বেশ উপকার পাওয়া
যায়। এছাড়াও ত্বকের কোনো অংশ পুড়ে গেলে
তুলসীর রস এবং নারকেলের তেল মিশিয়ে লাগালে
জ্বালা কমবে এবং সেখানে কোন দাগ থাকবে না৷
Like 1730 Likes


339 days ago
খুব সুন্দর একটা পোষ্ট করেছেন ।
Like 707 Likesপোষ্টটি ফেসবুকে শেয়ার করুণ

Tags : নানা গুণে সমৃদ্ধ তুলসী

Site: Prev.Next.Last..1